ঢাকা,বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

পেকুয়ায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায়য় বন্যার পানিতে খেলতে গিয়ে তলিয়ে যাওয়া শিশু জাহেদুল ইসলামকে (১২) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জাহেদুল ইসলাম একই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা আক্কাস, আবুল কালাম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে এলাকা প্লাবিত। শুক্রবার সকালে আরজু ও জাহেদ বাড়ির পাশের জমিতে গলা সমান বন্যার পানিতে নেমে খেলা করছিল। এ সময় হঠাৎ জাহেদ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অথৈ পানিতে জাঁকিজাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আরজু জানায়, জাহেদ আর আমি পানিতে নেমে খেলছিলাম। জমিতে গলা সমান বন্যার পানি। হঠাৎ সে আমার পরণের লুঙ্গি ধরে টানতে থাকে। এক পর্যায়ে আমার লুঙ্গিসহ সে পানির নিচে ডুবে যায়। আমরা সাঁতার কাটতে জানি। তাই বেঁচে গেলেও জাহেদের জন্য খুব খারাপ লাগছে।

আরজুর দাদা হাজী শামসুল আলম বলেন, মৃত্যুটা মর্মান্তিক। আরজুও অসুস্থ হয়ে পড়েছে। জাহেদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: